জামায়াত নেতা ডাঃ তাহেরের দুঃশাসন চৌদ্দগ্রামের জনগণ এখনো ভুলেনি-সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি


প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৩, ৩:২৫ অপরাহ্ন / ২৮৯
জামায়াত নেতা ডাঃ তাহেরের দুঃশাসন চৌদ্দগ্রামের জনগণ এখনো ভুলেনি-সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি

স্টাফ রিপোর্টার
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন ইসলামের কথা বলে জামায়াত নেতা ডাঃ তাহের এমপি হয়ে চৌদ্দগ্রামে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। উন্নয়নের পরিবর্তে তিনি হামলা মামলা ও হত্যার রাজনীতি শুরু করেন। চৌদ্দগ্রামের মানুষ জামায়াত নেতা ডাঃ তাহেরের দুঃশাসন এখনো ভুলেনি।

তিনি আরও বলেন, যুবলীগ নেতা হেদায়েত উল্যাহ হেদুর শরীরে ড্রিল মেশিন দিয়ে বিভিন্ন স্থানে চিদ্র করে গাছের সাথে হাতের হাতুলে বড় বড় পেরাগ মেরে ঝুলিয়ে রেখে নির্মমভাবে হত্যা করেছিল। মধ্যযুগিয় কায়দায় হেদায়েত উল্যাহর হত্যার কথা মনে হলে এখনো শরীরের লোম সিহরে উঠে। তারা এখন আবার মাথাছাড়া দিয়ে উঠছে, সকলকে সজাগ থাকতে হবে।
তিনি শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিজয়করা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন কার্যক্রম হয়েছে। চৌদ্দগ্রামেও আমি সকল ক্ষেত্রে উন্নয়ন করেছি। স্বাধীনতা পরবর্তী সময়ে এতো উন্নয়ন চৌদ্দগ্রামে আর কেউ কোন দিন করতে পারেনি। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কা কে বিজয় করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মিয়াজির সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন এর সঞ্চালনায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, ইসহাক খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, শৈলপতি চৌধুরী নন্দন, যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ খোকন, ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, মাহবুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, মাহফুজ আলম, নাঈমুর রহমান মজুমদার মাসুম, কাজী ফখরুল ইসলাম ফরহাদ, মাইন উদ্দিন, মোঃ মোস্তফা, একে খোকন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য এমরানুল হক কামাল, গুনবতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভিপি আবুল খায়ের, আলকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ হোসেন জাবেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুনেচ্ছা আমিন, আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক খোরশেদ আলম, কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক নিজাম চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা নজির আহমেদ মজুমদার, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, যুবলীগের সভাপতি প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক কাউসার হানিফ শুভ প্রমুখ।

Social media & sharing icons powered by UltimatelySocial
.#0
#20
#
20