ওসি শুভ রঞ্জন চাকমাকে বিদায়ী সংবর্ধনা


প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৩, ৩:২১ অপরাহ্ন / ২৯০
ওসি শুভ রঞ্জন চাকমাকে বিদায়ী সংবর্ধনা

চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে চৌদ্দগ্রাম প্রেসক্লাব। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুল জলিল রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা একে এম মীর হোসেন, চৌদ্দগ্রাম প্রেসক্লাব সহ-সভাপতি আক্তারুজ্জামান মজুমদার।


প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবে সহ-সভাপতি আবু বক্কর সুজন, যুগ্ম-সাধারন সম্পাদক কামাল হোসেন নয়ন, সদস্য মনোয়ার হোসেন, ফখরুদ্দীন ইমন, মেহরাব অপি, মো:শরিফ, আবদুর রব লাভলু ও আবুল কাশেম মন্ডল প্রমুখ। পরে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য ওসি শুভ রঞ্জন চাকমা বিগত সাত বছর চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত ও অফিসার ইনচার্জ (ওসি)র হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি চৌদ্দগ্রাম থেকে বদলি হয়েছেন।

Social media & sharing icons powered by UltimatelySocial
.#0
#20
#
20