চৌদ্দগ্রামে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসা


প্রকাশের সময় : মে ১৮, ২০২৩, ১:৩৯ অপরাহ্ন / ৭২৫
চৌদ্দগ্রামে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসা

চৌদ্দগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় শিক্ষা সপ্তাহ’ ২০২৩ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন কর্তৃক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছে উপজেলার কনকাপৈত ইউনিয়নের ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসা। ২০২২ সালে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন একই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একে এম নুরুল আলম ফারুকী। চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন কর্তৃক দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসেবে ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসা নির্বাচিত হওয়ায় মাদরাসার শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীরা, অভিভাবক ও এলাকাবাসী অত্যন্ত খুশি। সততা বজায় রেখে আদর্শ শিক্ষাদানের জন্য ও প্রতিষ্ঠান পরিচালনার দক্ষতা বিবেচনায় উপজেলা প্রশাসনের যাচাই-বাছাই শেষে মাওলানা নুরুল আলম ফারুকীকে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে এবং ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসাকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হওয়া সত্যই প্রশংসার দাবিদার। মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল আলম ফারুকী শ্রেষ্ঠ প্রিন্সিপাল নির্বাচিত হওয়ায় এবং অত্র মাদ্রাসা উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট -এর আপিল বিভাগের বিজ্ঞ আইনজীবী ড: মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া অত্যন্ত খুশি হয়ে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি, মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি বলেন, ভুলকরা মাদ্রাসায় নতুন নতুন ভবন, মাল্টিমিডিয়া ক্লাস রুম চালুসহ মাদ্রাসা শিক্ষায় আধুনিকায়নে সাবেক রেলমন্ত্রীর অবদান অনস্বীকার্য। এমন একটি প্রতিষ্ঠানে মুজিব ভাই আমাকে সভাপতির দায়িত্ব দিয়ে ধন্য করেছেন। এজন্য তিনি সাবেক রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাদরাসার উত্তরোত্তর সাফল্য অর্জনে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।

Social media & sharing icons powered by UltimatelySocial
.#0
#20
#
20