চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ যোগদান করেছেন। প্রাত্তন উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান এর পদোন্নতি জনিত বদলি হওয়ায় রহমত উল্লাহ তার স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি রাঙ্গামাটি জেলার ঝুরাছড়ি উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের ০২ মে সিরাজগঞ্জ ডিসি অফিসে সহকারী কমিশনার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। একই বছর সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিরাজগঞ্জ সদর উপজেলা ও ঢাকার সাভার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি লাভ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে রাঙ্গামাটি জেলার ঝুরাছড়ি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে যোগদান করেন। তার স্ত্রী চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত আছেন। দাম্পত্য জীবনে তিনি এক সন্তানের জনক। চৌদ্দগ্রামে দায়িত্ব পালনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
আপনার মতামত লিখুন :