চৌদ্দগ্রামে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত


প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৪, ৪:০২ অপরাহ্ন / ১৮৬
চৌদ্দগ্রামে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্যাহসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।


এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার রহমত উল্যাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া, থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম প্রমুখ।
এসময় প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Social media & sharing icons powered by UltimatelySocial
.#0
#20
#
20