দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহই সফল হয়নি- সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি


প্রকাশের সময় : মে ১৬, ২০২৩, ৩:৩৮ পূর্বাহ্ন / ৫২২
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহই সফল হয়নি- সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি

স্টাফ রিপোর্টার
কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, রাজনীতির পথ অনেক দীর্ঘ, তাড়াহুড়া করে এ পথ পাড়ি দেওয়া সম্ভব নয়। ধৈর্য্য ধারণ করতে হবে। চৌদ্দগ্রামের ১২ ইউনিয়নে ১১৩ জন নেতাকর্মী দলীয় মনোনয়ন চেয়েছেন। প্রত্যেকেটা ইউনিয়নেই একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী। দলের কাছে মনোনয়ন চাওয়ার অধিকার এবং যোগ্যতা সকলের রয়েছে। কিন্তু আমরা মনোনয়ন দিতে পারবো একজন করে ১২ জনকে। বাকী ১০১ জনকে মনোনয়ন দেওয়া সম্ভব হবে। যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাদেরকে পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে। দলের সিদ্ধান্ত মেনে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে মনোনীত প্রার্থীকে বিজয় করে আনবেন বলে আমি বিশ্বাস করি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অতীতে কেহই সফল হয়নি আগামীদিনেও সফল হবে না। তিনি গতকাল সোমবার দিনব্যাপী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভ‚ইয়া হাসানের সভাপতিত্বে হোটেল নুর মহলে আয়োজিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলী হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, জেলা কৃষকলীগের সহসভাপতি মমিনুর রহমান ফটিক প্রমুখ।
ইউপি নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এ বর্ধিত সভায় উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদ, সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল মনোনয়ন প্রত্যাশী উপস্থিত ছিলেন।

Social media & sharing icons powered by UltimatelySocial
.#0
#20
#
20