চৌদ্দগ্রামে জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৩, ৬:৪৮ অপরাহ্ন / ২১৯
চৌদ্দগ্রামে জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

স্টাফ রিপোর্টার
কুমিল্লার চৌদ্দগ্রামে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ জটিল রোগাক্রান্তদের চিকিৎসার্থে চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া টিপু, থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন প্রমুখ। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত আর্থিক সহায়তার আওতায় জটিল রোগে আক্রান্ত রোগীদের জনপ্রতি ৫০ হাজার টাকা করে ৪৬ জনকে ২৩ লাখ টাকার চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

Social media & sharing icons powered by UltimatelySocial
.#0
#20
#
20