চৌদ্দগ্রামে সর্বজনীন পেনশন বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৪, ৭:২৩ অপরাহ্ন / ২৩
চৌদ্দগ্রামে সর্বজনীন পেনশন বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত

শওকত আকবর 
কুমিল্লার চৌদ্দগ্রামে সর্বজনীন পেনশন বিষয়ক অবহিত করণ সভা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এসময় পেনশন বিষয়ে বিস্তারিত তুলে ধরে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।


উপজেলার বাতিসা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ এর সভাপতিত্বে আয়োজিত সভায় চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুল জলিল রিপন, সহসভাপতি আবু বকর সুজন, সদস্য ইউসুফ মজুমদার, ইউপি সদস্য নিজাম উদ্দিন মিলন, আবদুল লতিফ ভূঁইয়া, আবদুল হাই বাবুল, জসিম উদ্দিন, কাজী সাইফুল ইসলাম, নাজিম উদ্দীন, হেলাল উদ্দিন মজুমদার, নাসরিন সুলতানা, পারভিন আক্তার, আয়শা সিদ্দিকা, সমাজসেবক আবদুল হালিম, সায়েদুল হক, জেলা ছাত্রলীগের সহসভাপতি কাজী রাজিব, ইউপি সচিব মনির হোসেন ও বাতিসা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুরাজ মজুমদারসহবিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এরআগে উপজেলার কাশিনগর ও পরে উজিরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পৃথক দুটি অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি চৌদ্দগ্রামের সকল জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের সহযোগিতা নিয়ে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে চৌদ্দগ্রাম উপজেলা কুমিল্লার অবস্থান সমুন্নত রাখতে নিষ্ঠার সাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি চৌদ্দগ্রামের ১৮-৫০ বছর বয়সী সকল নাগরিককে বিভিন্ন স্কীমের পেনশন বীমা গ্রহণ করার আহবান জানান।

 

Social media & sharing icons powered by UltimatelySocial
.#0
#20
#
20