চৌদ্দগ্রামে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৩, ৯:২২ অপরাহ্ন / ১৮৫
চৌদ্দগ্রামে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

চৌদ্দগ্রাম প্রতিনিধি
“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগান কে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে র‍্যালি, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, সহকারী কমিশনার ভূমি তমালিকা পাল, কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদ, উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত রায়সহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ। এরআগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মেলার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
আগামী ১৯ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উন্নয়ন মেলা শেষ হবে।

Social media & sharing icons powered by UltimatelySocial
.#0
#20
#
20