ভুয়া ডাক্তার ও টেকনোলজিস্টের এক লক্ষ টাকা জরিমানা; দুই ক্লিনিক বন্ধ


প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৪, ১০:১৯ অপরাহ্ন / ১০৪
ভুয়া ডাক্তার ও টেকনোলজিস্টের এক লক্ষ টাকা জরিমানা; দুই ক্লিনিক বন্ধ

চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্স না থাকায় হেলথ কেয়ার মেডিকেল সেন্টার নামের একটি ক্লিনিক সিলগালা এবং সনদ না থাকায় ওই প্রতিষ্ঠানে এক ডাক্তার ও এক টেকনোলজিস্ট কে ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকা জরিমানা করে। পৃথক আরেকটি অভিযানে লাইসেন্স না থাকায় মুন্সীরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে আদালত। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া টিপু।
ভুয়া ডাক্তার সোহেল আহমেদ
তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন  বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলার মিয়াবাজারস্থ হেলথ কেয়ার মেডিকেল সেন্টারে এমবিবিএস সনদ  না থাকা সত্ত্বেও নামের আগে ডাক্তার পদবী লিখে  প্রতারণার অভিযোগে সোহেল আহমেদ নামের একজন কে ৫০ হাজার  টাকা এবং একজন ভুয়া মেডিকেল টেকনোলজিস্ট কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স না থাকা,সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য নেওয়ায় প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়।
একইদিন উপজেলার মুন্সীরহাট বাজারে  পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
 এই অভিযানে প্রসিকিউশনে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া টিপু, মেডিকেল অফিসার( রোগ নিয়ন্ত্রণ) ডা.আল রায়হান পাটোয়ারী ও স্যানিটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিন।
Social media & sharing icons powered by UltimatelySocial
.#0
#20
#
20