বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র চক্রান্ত রুখে দেওয়া হবে- সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি


প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৩, ১০:৪৯ অপরাহ্ন / ১৮৬
বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র চক্রান্ত রুখে দেওয়া হবে- সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি

স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নতুন ভবন নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠানে দান অনুদান, বয়স্ক ও বিধবা ভাতা, অসহায় গরীব মানুষদের জন্য সামাজিক নিরাপত্তার আওতায় ভিজিএফ ভিজিডির মাধ্যমে সহযোগিতা, মুক্তিযোদ্ধাদের ভাতা ও তাদের বসবাসের জন্য বীর নিবাস নির্মাণ, আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ভূমিহীন পরিবারের মাঝে জায়গাসহ ঘর প্রদান এসবই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন।
তিনি আরও বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, বিমানবন্দরে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত তৃতীয় টার্মিনাল ও রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ মেগা মেগা প্রকল্প শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
সাবেক রেলমন্ত্রী আরও বলেন, নির্বাচন ঘনিয়ে আসলে জামায়াত বিএনপি ষড়যন্ত্র চক্রান্তে জড়িয়ে পড়ে। আন্দোলনের নামে তারা মানুষ হত্যায় মেতে উঠে। তাদের পেট্রোল বোমায় চৌদ্দগ্রামে আট বাসযাত্রীসহ অসংখ্য মানুষ নিহত ও আহত হয়েছেন। এবারও তারা ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে। তাদের আর কোন সুযোগ দেওয়া হবে না। বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র চক্রান্ত রুখে দেওয়া হবে।
শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ও কালিকাপুর ইউনিয়নে পৃথক দুটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ মজুমদারের সভাপতিত্বে আয়োজিত পথসভায় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, ইসহাক খান, বিশিষ্ট আইনজীবী ড. আবদুল মান্নান ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য আবু তাহের, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভিপি মাহবুব হোসেন মজুমদার, মাহফুজ আলম, নায়মুর রহমান মাছুম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
মাগরিবের নামাজের পরে কালিকাপুর ইউনিয়নের রাজার বাজারে অপর একটি পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি।

Social media & sharing icons powered by UltimatelySocial
.#0
#20
#
20