৩৪ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


প্রকাশের সময় : মে ২০, ২০২৩, ৫:৫১ পূর্বাহ্ন / ৩০৪
৩৪ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

৩৪ বছর আগের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বশির আহমেদকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব। গত বৃহস্পতিবার রাতে রাঙ্গামাটি সদরের মুসলিম পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চট্টগ্রামের হাটহাজারীর চারিয়া এলাকার নুর আহাম্মদের ছেলে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাকে খুন করে পালিয়ে যায় আপন ভাতিজা বশির আহাম্মদ। এর মধ্যে এই হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদন্ডাদেশও দেন আদালত। কিন্তু বশির অধরাই থেকে গিয়েছিল। সে নাম, পরিচয় পরিবর্তন করে আত্মগোপনে ছিল বলে জানিয়েছে র‍্যাব।

শুক্রবার (১৯ মে) র‍্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট সাইফুল্লাহ জানান, ১৯৮৯ সালের ১৩ ফেব্রুয়ারি পৈত্রিক সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দের একপর্যায়ে চাচা মকবুল হোসেনকে অন্য সহযোগীদের নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায় ভাতিজা বশির। পরে এই ঘটনায় নিহতের স্ত্রী বশিরকে প্রধান করে ৭-৮ জনের নামে হাটহাজারী থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনি আরও জানান, ১৯৯২ সালে ১৯ নভেম্বর হত্যা মামলার প্রধান আসামি বশির আহাম্মদের অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব অভিযান চালিয়ে আসামি বশিরকে রাঙ্গামাটি থেকে গ্রেফতার করে। তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

Social media & sharing icons powered by UltimatelySocial
.#0
#20
#
20