ছাত্র প্রতিনিধিদের সাথে কুবি উপাচার্যের মতবিনিময়


প্রকাশের সময় : মে ১৮, ২০২৩, ৫:১৯ অপরাহ্ন / ৪৮৫
ছাত্র প্রতিনিধিদের সাথে কুবি উপাচার্যের মতবিনিময়

স্টাফ রিপোর্টার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন বিভাগের ছাত্র প্রতিনিধিদের সাথে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের দুইদিন ব্যাপী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ ও ১৭ মে প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে ছয়টি অনুষদে মোট ১৯ টি বিভাগের প্রতিনিধিরা এই সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস-২৩ উদযাপন এবং ক্যাম্পাসে একটি জব ফেয়ার আয়োজনের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীরা জব ফেয়ার আয়োজন আগ্রহ প্রকাশ করলে ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ে পরিচালক ড. মোহাঃ হাবিবুর রহমানকে নিয়ে জব ফেয়ার আয়োজন একটি কমিটি গঠন করা হয়।

এসময় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করতে হবে। এছাড়া, শিক্ষার্থীদেরকে মুখস্থ বিদ্যায় জোর না দিয়ে বাস্তবিক ও প্রায়োগিক জ্ঞান অর্জন করতে হবে।

Social media & sharing icons powered by UltimatelySocial
.#0
#20
#
20