জাতীয় সংসদের পরিচালক (আইন) পদে পদোন্নতি পেয়েছেন চৌদ্দগ্রামের ড. জসিম


প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৪, ৫:২০ অপরাহ্ন / ২০৪
জাতীয় সংসদের পরিচালক (আইন) পদে পদোন্নতি পেয়েছেন চৌদ্দগ্রামের ড. জসিম

চৌদ্দগ্রাম প্রতিনিধি
জাতীয় সংসদের পরিচালক (আইন) পদে পদোন্নতি পেয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান ড. এন.এ.এম. জসিম উদ্দীন। গত ৬ মার্চ জাতীয় সংসদের স্পীকারের আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তাহমিনা রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ল’ অফিসার পদ থেকে পরিচালক (আইন) পদে পদোন্নতি পেয়েছেন তিনি।
উপজেলার শ্রীপুর ইউনিয়নের পদুয়া গ্রামের মরহুম হাজী মোঃ সোনামিয়া এবং মরহুমা মাহমুদা খাতুনের তৃতীয় ছেলে ড. জসিম উদ্দীন সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপির একান্ত সহকারী সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফটসম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি ব্যরিস্টার শেখ ফজলে নুর তাপস ( বর্তমানে ঢাকা দক্ষিণ সিটির মেয়র) এর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ড. জসিম উদ্দীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং বোর্ড বৃত্তি লাভ করেন। পরবর্তীতে তিনি কৃতিত্বের সাথে এলএলবি (সম্মান) এবং প্রথম শ্রেণীতে এলএল.এম ডিগ্রী লাভ করেন। বিশ^বিদ্যালয়ে অধ্যয়ন কালে তিনি অগ্রণী ব্যাংক বৃত্তি লাভ করেন। তিনি তার পিতার কর্ম প্রতিষ্ঠান বাংলাদেশ ট্যোবাকো কোম্পানী লি: বিটিসি (বর্তমানে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানী বিএটি)সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেধা বৃত্তি লাভ করেন। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক। তার স্ত্রী একজন গৃহিনী। তার বড় ছেলে সাকিব মাহমুদ ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলএলবি (সম্মান) শ্রেণিতে এবং ছোট ছেলে শাফায়াত মোহাম্মদ (সাব্বির) ঢাকা বিশ^বিদ্যালয়ের অধীনে বিবিএ (সম্মান) শ্রেণীতে অধ্যয়রত। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Social media & sharing icons powered by UltimatelySocial
.#0
#20
#
20