চৌদ্দগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ১৩, ২০২৩, ৩:১১ অপরাহ্ন / ৩২৩
চৌদ্দগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি
“মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী, সহকারী পরিবার-পরিকল্পনা কর্মকর্তা এহসান মাহবুব, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রান্তিক সাহা।
স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. আল রায়হান পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সেনেটারী কর্মকর্তা মাহতাব উদ্দীন, চৌদ্দগ্রাম প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন, সহ-সভাপতি আবু বকর সুজন, সাংবাদিক আব্দুল মান্নান, মুহা. ফখরুদ্দীন ইমন, গোলাম রসুলসহ ডাক্তার, নার্স, মসজিদের ইমাম, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের প্রতি গুরুত্বারোপ করেন। শিশুর পুষ্টি নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগকে প্রচার-প্রচারণাসহ জনসচেতনতা গড়ে তোলার আহবান জানান।
অনুষ্ঠান শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কণ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
পরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে একইস্থানে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।

Social media & sharing icons powered by UltimatelySocial
.#0
#20
#
20