চৌদ্দগ্রাম পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৩, ৪:৫১ অপরাহ্ন / ২৪৭
চৌদ্দগ্রাম পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরু এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. মিজানুর রহমান, বদিউল আলম পাটোয়ারী, মো. মোশারেফ হোসেন, আমেনা বেগম, নাসিমা আক্তার, পৌর নির্বাহি কর্মকর্তা মোঃ মহিউদ্দিন ফয়েজিসহ পৌরসভার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।


এসময় মেয়র জি এম মীর হোসেন মীরু বলেন, সারা দেশে ডেঙ্গুর ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পৌরবাসীকে যতটুকু সম্ভব নিরাপদ রাখার জন্য সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপির নিদেশে পৌর এলাকার প্রতিটি বাড়িতে এডিশ মশা নির্মূলে ওষুধ ছিটানো হবে। এছাড়াও সমগ্র পৌর এলাকায় পরিচ্ছন্ন অভিযান চালানো হবে। এডিশ মশা থেকে ডেঙ্গু রোগের বিস্তার ঘটছে, তাই বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ করছি।

Social media & sharing icons powered by UltimatelySocial
.#0
#20
#
20